সেবা ডেস্ক : রৌমারীতে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে জোনাইদ হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ দিকে উপজেলার চর শৌলমারী ইউনিয়নের শান্তির চর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত জোনাইদ ওই গ্রামের আ: ছালাম এর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু জোনাইদ তার বাড়ি সংলগ্ন পাঁকা রাস্তায় খেলছিল। এসময় দ্রæতগতিতে আসা একটি অটোভ্যান তাকে ধাক্কা দিলে সে পাঁকা রাস্তায় পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটির মৃত্যু ঘোষণা করেন।
রৌমারী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুলাল চন্দ্র পাল বলেন, শিশুটি মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে এবং হাসপাতালে পৌছার আগেই তার মৃত্যু হয়েছে।
রৌমারী থানার ওসি তদন্ত মুশাহেদ খান জানান, বিষয়টি আমার জানা নেই, তবে খোজখবর নিচ্ছি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।