সেবা ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় জুয়ার আসর থেকে নয় জুয়াড়িকে গ্রেফতার করেছে জামালপুরের ডিবি পুলিশ।
রোববার বিকেলে আটককৃত জুয়াড়িদের আদালতে পাঠানো হয়। এর আগে, শনিবার রাতে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নে পূর্ব দত্তেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ দত্তেরচর গ্রামের সামাদ মিয়ার ছেলে সিরমত আলী, হাফিজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম, নাদের হোসেনের ছেলে বাচ্চু মিয়া, সমির উদ্দিনের ছেলে মমিন, খালেকের ছেলে গোলাম মোস্তফা, খাজর আলীর ছেলে মাহাবুব, হাফিজ উদ্দিনের ছেলে সাইদুর রহমান, হাসেম আলীর ছেলে আজিজুর রহমান এবং জলিল মিয়ার ছেলে রাসেল মিয়া।
জেলা ডিবি শাখা-২ এর ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।