জামালপুর সংবাদদাতা: গবেষণায় অবদান রাখায় জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষককে পুরস্কৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৬ ডিসেম্বর দুপুরে একাডেমিক ভবনের হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান। গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক আন্তর্জাতিক বিজ্ঞানী ড. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্তি¡ক-পদার্থবিদ্যার সাবেক চেয়ারম্যান ড. জিএম ভূইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আবদুল মাননান, রেজিস্ট্রার ড. সৈয়দ ফারুক হোসেন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. ইউসুফ আলী, সিইসি বিভাগের শিক্ষক ড. হুমায়ুন কবির এবং গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক নাহিদ সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে গবেষণায় অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১৩ জন শিক্ষককে সম্মাননা সনদ ও নগদ অনুদানের চেক হস্তান্তর করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।