ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে স্বতন্ত্র প্রার্থী একজন ও দলীয় মনোনীত একজন মিলে দুই প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন আওয়ামীলীগ দলীয় সাবেক এমপি আমানুর রহমান খান রানা। আর বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী হিসেবে ক্যাপ্টেন (অব.) জাকির হোসেন মনোনয়ন পত্র জমা দেন।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে বুধবার বেলা সাড়ে ৩টায় মনোনয়ন পত্র জমা দেন সাবেক এমপি আমানুর রহমান খান রানা ও বিকেল ৪টায় জমা দেন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) মনোনীত প্রার্থী ক্যাপ্টেন (অব.) জাকির হোসেন।
এর আগে তারা আলাদা আলাদা ভাবে মোটর সাইকেল শোভাযাত্রাসহকারে ঘাটাইল উপজেলার বিভিন্ন এলাকার প্রধান সড়কে শোডাউন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।