লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : সমবায়ে গড়ছে দেশ,স্মার্ট হবে বাংলাদেশ এই আলোকে জামালপুরের ইসলামপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলীর সভাপতিত্বে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল খান দুলাল প্রধান অতিথির বক্তব্য রাখেন। এসময় উপজেলা চেয়ারম্যান এস, এম,জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল নাসের চৌধুরী চার্লেস, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চাইনা, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি শাহা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।