লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর : জামালপুরে সড়ক দুর্ঘটনায় শাহীন আলম (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
এ সময় তার সাথে থাকা রাশেদ (৩০) নামের অপর একজন গুরুতর আহত হন। নিহত শাহীন আলম দেওয়ারগঞ্জ উপজেলার সানন্দবাড়ী এলাকার বাসিন্দা আইনাল হকের ছেলে। ২৪ নভেম্বর শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ওসি মো.দেলোয়ার হোসেন জানান, সকালে শাহীন আলম ও রাশেদ মোটরসাইকেল যোগে দেওয়ারগঞ্জ উপজেলা থেকে জামালপুর আসছিলেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মেলান্দহ উপজেলার দুরমুঠ ইনিয়নের আমবাড়িয়া চ্যাংগার মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইসলামপুরগামী একটি কার্ভাট ভ্যানের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাদের দু’জনকেই উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেয়ে কর্তব্যরত চিকিৎসক শাহীন আলমকে মৃত ঘোষনা করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।