উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বিএনপি'র নয়াপল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করা মিয়া আরেফী ওরফে বেলালের চাচাতো ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম লিটন মোরশেদ (৪০)।
নাশকতার মামলায় বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জামায়াতকর্মী বলে জানা গেছে।
গ্রেফতার লিটন মোরশেদ উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামের জিল্লুর রহমান কালুর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক এব্যাপারে বলেন, নাশকতা মামলায় লিটন মোরশেদকে সলঙ্গা বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বাইডেনের ভুয়া উপদেষ্টা মিয়া আরেফী ওরফে বেলাল হোসেনের আপন চাচাতো ভাই। একই সঙ্গে জামায়াতের একজন সক্রিয় কর্মী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।