[১৭০২] ইসলামপুরে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

S M Ashraful Azom
0

 : জামালপুরের ইসলামপুর খাদ্য গুদামের আভ্যন্তরীন আমন ধান ও চাল সংগ্রহ কার্য়ক্রমের আনুষ্ঠানিক  উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৭ নভেম্বর) এই সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইসলামপুরে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন



উপজেলা খাদ্য অধিদপ্তরের আয়োজনে আমন সংগ্রহ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এএলএম রেদোয়ানুল হক, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহবুবুল আলম তরফদার ও খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোফাজ্জল হোসেন,মিল মালিক সমিতির সভাপতি মিস্টার আলী, সহ স্থানীয় নেতৃবৃন্দ ও মিল মালিকরা উপস্থিত ছিলেন।


উপজেলা খাদ্য অধিদপ্তর সূত্র জানায়, ২০২৩/২৪ অর্থ বছরে ৩৬৯ মেট্রিক টন চাল ও  ১৯ শত ১৭ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। কৃষকের নিকট থেকে ধান ও চুক্তি ভিত্তিক ৩১টি মিল মালিক চাল সরবরাহ করবেন। 


প্রতি কেজি ধানের সরকারি ৩০ টাকা ও চালের সরকারি ৪৪ টাকা ক্রয়মূল্য ধরা হয়েছে। ২১ নভেম্বর থেকে অভ্যান্তরীন আমন সংগ্রহ শুরু হয়েছে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ চলবে।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top