লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের উদ্যোগে ৩৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভূট্রার বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯শে নভেম্বর) টিএমএসএস এর আয়োজনে সিটি ব্যাংকের সহায়তায় উপজেলা সুবিধাভোগি, কৃষকদের মাঝে জনপ্রতি ৫ প্যাকেট বীজ বিতরণ করা হয়। প্রতি প্যাকেটে ১কেজি করে বীজ রয়েছে।
পৌর শহরের সুখবাড়ি টিএমএসএম কার্যালয় হলরুমে টিএমএসএসের সিনিয়র জেনারেল ম্যানেজার জিন্নাতুল ইসলামের সভাপতিত্বে বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএলএম রেদোয়ানুল হক, জনতা ব্যাংকের ব্যবস্থাপক রোকনুজ্জামান, টিএমএসএস আঞ্চলিক ব্যবস্থাপক আনিসুল হক, জামালপুরের জোনাল ম্যানেজার সাজ্জাদ হোসাইন,ব্যবস্থাপক ওবায়দুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সকল উপকারভোগী প্রান্তিক কৃষকদেরকে যথাসময়ে বীজ রোপণে বিশেষ পরামর্শ প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।