জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে কৃষক মাঠ দিবস পালিত হয়। এ উপলক্ষে ২ নভেম্বর দুপুরে দুরমুঠের ঈদগাহ মাঠে আলোচনা ও কৃষকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কমবাইন্ড হারভেস্টার যন্ত্র দ্ধারা ফসল মাড়াই মাঠ প্রদর্শনীকে ঘিরে কৃষি অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন এর আয়োজন করে।
জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ডিডি জাকিয়া সুলতানা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানের উদ্ধোধন করেন-ইউএনও মোঃ সেলিম মিঞা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা পিকন কুমার সাহা, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরী, বীর মুক্তিযোদ্ধা কৃষক দুলাল উদ্দিন এবং উপসহকারি কৃষি কর্মকর্তা শাহ আলম প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।