আল-আমিন রহমান, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : পত্নীতলায় উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র নওগাঁর আয়োজনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আওতাধীন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, নওগাঁ কর্তৃক প্রতিবন্ধীতাসম্পন্ন ব্যক্তিদের মাঝে সম্পূর্ণ বিনামূলে সহায়ক উপকরন (হুইল চেয়ার) বিতরণ ও ২০২২-২০২৩ অর্থ বছরের নিবন্ধিত সাধারণ সেচ্ছাসেবী সংগঠন সমূহের অনুকূলে অনুদানের চেক বিতরন উপজেলা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।
রোববার উপজেলা চত্বরে প্রতিবন্ধীতাসম্পন্ন উপকার ভোগীদের মাঝে ১০টি হুইল চেয়ার, ১৩টি স্বেচ্ছাসেবী সংস্থা ও একটি থেলাসিমিয়া রোগীর মাঝে প্রধান অতিথি হিসাবে এককালীন অনুদানের চেক তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নওগাঁ- ২ এর সংসদ সদস্য আলহাজ্ব শহিদুজ্জামান সরকার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজ, নজিপুর পৌর মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব, উপজেলা কৃষি অফিসার সহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার (ভারপ্রাপ্ত) সহিদুল ইসলাম, পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, সহ- সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সকল কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সূধীজন প্রমুখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।