লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, সরকার সাড়ে ১৪ বছরে দেশের দুস্থ, দরিদ্র, অসহায় শিশু, প্রতিবন্ধী, স্বামী নিগৃহীতা মহিলা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিডি, টিসিবি চাউলের কার্ডধারী, মা ও শিশু সহায়তা ভাতা প্রদান করছে।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতাভোগীদের অর্থ জিটুপি পদ্ধতিতে হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছে। ইমাম, হিজড়া, বেদে ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, বিশেষভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার মানব সম্পদ উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেই দেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নত দেশে রুপান্তরিত হচ্ছে।
প্রতিমন্ত্রী ৭ নভেম্বর মঙ্গলবার জামালপুরের ইসলামপুরে উপজেলা প্রশাসন ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের আয়োজনে মরাকান্দি নছিমুন্নেছা দাখিল মাদরাসা মাঠে সুবিধা ভোগীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন,সরকার প্রবীণ ব্যক্তিসহ সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। হাসপাতাল সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা সেবা ও সহায়তা পাচ্ছে। গণমানুষের কল্যাণে প্রয়োজনীয় সকল কর্মসূচী অব্যাহত থাকবে।
দেশের উন্নয়নে শিক্ষিত জনগোষ্ঠীর কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের যে অভাবনীয় উন্নয়ন হয়েছে সে পরিবর্তনে জনগণই মুখ্য ভূমিকা পালন করেছে। শিক্ষিত, দক্ষ ও সচেতন নাগরিকরাই পারে দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে। তাই সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন বাস্তবায়ন করে যাচ্ছে। এই ধারা অব্যহত রাখতে শেখ হাসিনার বিকল্প নেই। তাই মানুষের কল্যান ও উন্নয়ন ধরে রাখতে সকলকে নৌকায় আবারো ভোট দিতে হবে। এ সময় তিনি আগামী নির্বাচনে সকলকে নৌকাকে বিজয়ী করার আহবান জানান।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মাকছুদুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আঃ সালাম,সহ সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান,ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ প্রমূখ বক্তব্য রাখেন।
এতে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং প্রায় সাড়ে তিন হাজার সুবিধাভোগি অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।