[১৬১২] জামালপুরে কারাগারের দুই বন্দীর মৃত্যু

S M Ashraful Azom
0

 : জামালপুরে অসুস্থ হয়ে জেলা কারাগারের দুই বন্দীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার গভীর রাতে ও ভোরে ওই দুই বন্দীর মৃত্যু হয়। জামালপুর জেলা কারাগারের জেলার বিষয়টি নিশ্চিত করেছেন।

জামালপুরে কারাগারের দুই বন্দীর মৃত্যু



জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ বলেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি গ্রামের মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামী শাহীন ফকির(৪৫) গত দুই দিন ধরে শ^াসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। 

গত রাতে শ^াসকষ্টের কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। শাহীন ফকির গত দুই মাস ৭ দিন ধরে ৩টি পৃথক মাদক মামলায় কারাগারে বন্দী ছিলো। 

অপরদিকে, মেলান্দহ উপজেলার কাঙ্গালকুর্শা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ইয়াকুব আলী মঙ্গলবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুত্বর অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও চিকিৎসাধীন অবস্থায় ভোর ৬টার দিকে হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে গত ৬ বছর ধরে কারাগারে বন্দী ছিলেন। এর আগে মামলা বিচারাধীন অবস্থায় আরও দুই বছর তিনি কারাগারে ছিলেন। মৃত দুই আসামীর ময়নাতদন্ত শেষে আজই তাদের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে বলে জানান কারাগারের জেলার আবু ফাতাহ।

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top