শফিকুল ইসলাম : বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে পালিত হল ৫২ তম জাতীয় সমবায় দিবস ২০২৩। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হলরুমে এসে শেষ হয়।
এর আগে জাতীয় সংগীত এর সাথে পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি ও মোজাফ্ফর হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন, টিসিসির সভাপতি আব্দুর রশিদ, সাংবাদিকসহ সমবায় সমতিরি সভাপতি,সম্পাদক ও সদস্যবৃন্দ।
এ বছর সমবায়ে অবদান রাখায় কয়েকটি সমবায় সমিতির সদস্যদেরকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।