জামালপুর সংবাদদাতা : জামালপুরে বিটিভির সিনিয়র সাংবাদিক মোস্তফা বাবুল ইন্তেকাল করেছেন। ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। ১৩ নভেম্বর রাত ১২টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
গত ৪ নভেম্বর সরিষাবাড়িতে সড়ক দুর্ঘনায় আহত হলে দ্রুত তাকে ঢাকায় রেফার্ড করা হয়।
তিনি সাপ্তাহিক পূর্বকথার প্রতিষ্ঠাতা-সম্পাদক প্রকাশক। কাজ করেছেন দৈনিক জনতা, জনকণ্ঠ, কালেরকণ্ঠ, বাংলাদেশ বেতার ও বিটিভিতে। এ ছাড়াও তিনি একজন কবি, লেখক-গবেষক এবং রাজনীতিক ছিলেন। গল্প-কবিতা, উপন্যাস, স্মারকগ্রন্থসহ বেশ ক’টি গবেষণামূলক বই প্রকাশিত হয়েছে। আজ বাদ মাগরিব মরহুমের নামাজে জানাজা জামালপুর মডেল মসজিদ চত্বরে অনুষ্ঠিত হবে। এরপর তার গ্রামের বাড়ি সরিষাবাড়ি উপজেলার পিংনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোস্তফা বাবুলের মৃত্যুতে সাংবাদিক মহলসহ সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।