শফিকুল ইসলাম : দ্বাদশ সংসদ নির্বাচন ২৪ কুড়িগ্রামের-৪ আসনে নৌকার মাঝি হলেন এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ।
রৌমারী রাজিবপুর ও চিলমারী আসনে আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে।
এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ ছাত্রলীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটি সাবেক সদস্য ও বর্তমানে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
নৌকার সম্ভাব্য প্রার্থী হিসেবে এ আসনে ১৯ জন প্রার্থী মনোনয়ন ফরম ক্রয় করেন। প্রার্থীদের মধ্যে ছিল নবীন-প্রবীন, আইনজীবী, মুক্তিযোদ্ধাসহ নতুন মুখও এবার যুক্ত হয়েছেন ভোটের মাঠে।
আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত এক সপ্তাহে বিভিন্ন হাটে বাজারে হোটেল, পানের দোকান ও ছোট চায়ের দোকানে ভোটারদের মাঝে চলে আলোচনা ও সমালোচনা।
ভোটারদের মাঝে চলছিল কে পাবেন নৌকার প্রতীক। রাজনৈতিক, দলীয় নেতাকর্মী ও ভোটারের সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এ আসনে নতুন মুখ এ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশকে মনোনীত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।