ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : ঘাটাইলে পৌরমেয়র আব্দুর রশীদ মিয়ার বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা, জুলুম, অত্যাচার, অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে প্রতিবাদ সভা করলেন সাবেক মেয়র।
বৃহস্পতিবার বিকেল ৫টায় ঘাটাইল বাসষ্ট্যান্ড চত্বরে ঘাটাইল পৌরসভার সচেতন নাগরিক বৃন্ধের ব্যানারে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বিআরডিবির চেয়ারম্যান রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঘাটাইল পৌরসভার সাবেক মেয়র শহৗদুজ্জামান খান।
সমাবেশে সাবেক মেয়র বর্তমান মেয়রের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরেন। পরে সমাবেশে বর্তমান মেয়রের বিভিন্ন দুর্নীতি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।