শফিকুল ইসলাম: নাশকতার অভিযোগে রৌমারী ও রাজিবপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ৫ নেতাকর্মীকে আটক করেছে থানা পুলিশ।
বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ। মঙ্গলবার ভোর রাতে নাশকতার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে বলে জানায়, রৌমারী থানার অফিসার ইন্চাজ ও রাজিবপুর থানার অফিসার ইন্চার্জ।
আটককৃতরা হলেন রৌমারী উপজেলার জামায়াতের কর্মী রফিকুল ইসলাম, শাহাদত হোসেন ও ফরিদুল ইসলাম। অপরদিকে রাজিবপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন এবং উপজেলর সাংগঠনিক সম্পাদক সোহেল রানা।
রৌমারী থানার অফিসার ইন্চার্জ রুপ কুমার সরকার বলেন, নাশকতার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। একই ভাবে রাজিবপুর থানার অফিসার ইন্চার্জ মজাহারুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে এবং তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।