কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে নুরুল ইসলাম পাশা(৩৬) নামের এক যুবককে তিনদিন যাবৎ খুঁজে পাচ্ছেনা তার পরিবার।
নুরুল ইসলাম উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের মাঘাইলচাপড় গ্রামের মৃত শামস উদ্দিন মন্ডলের পুত্র।
এই ঘটনায় গত বুধবার বিকেলে নুরুল ইসলামের চাচাতো ভাই আজিজুর রহমান কাজিপুর থানায় একটি জিডি করেন।
জিডিতে উল্লেখ করা হয়েছে স্বভাবে চটপটে এই যুবক মাঝে মাঝে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। গত সোমবার নিজ বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসেন তিনি। পরে আর বাড়ি ফিরে যাননি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।