কাজিপুর(সিরাজগঞ্প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুলাহ আল রাফি স্বপন ইন্তেকাল করেছেন।
শনিবার সকাল সাড়ে সাতটায় তিনি নিজ বাড়ি শিমুলদাইড় এ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৩৫ বছর। তিনি এক ছেলে এক মেয়ে বাবা-মা রেখে গেছেন।
বাদ আসর তার নামাজে জানাযা নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
এদিকে স্বপনের মুত্যুতে গভির শোক জানিয়েছেন জাতীয় সংসদের ৬২, সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
এক শোকবার্তায় তিনি বলেন, মরহুম স্বপন ছিলেন দলের জন্যে একজন নিবেদিতপ্রাণ কর্মি। তার মুত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ কর্মিকে হারালাম। আমি স্বপনের আত্মার শান্তি কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভির সমবেদনা জ্ঞাপন করছি।
আরও শোক জানিয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারন সম্পাদক আলী আসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।