শামীমুল ইসলাম তালুকদার : সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতি বিটিএ'র জামালপুর জেলার শাখার ত্রিবার্ষিক সম্মেলন -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ অক্টোবর সকাল ১০ ঘটিকায় সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, জামালপুর জেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত ) ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহমেদ চৌধুরী,উদ্বোধক: অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ),ঢাকা।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি( বিটিএ),ঢাকা।
উক্ত সম্মেলনে ঢাকা থেকে আগত বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর সভাপতি- অধ্যক্ষ মো: বজলুর রহমান মিয়া, সাধারন সম্পাদক- অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ, সিনিয়র সহ-সভাপতি- অধ্যক্ষ মোঃ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক- মোঃ ইকবাল হোসেনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ দেন এছাড়াও শিক্ষক নেতা দেওয়াগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফজলুল করিম, বকশীগঞ্জের প্রিন্সিপাল রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, নাজমুল ইসলাম, মোঃ শিশিরুল ইসলাম, মাসুম রানা, শেখ ফরিদসহ জেলার সকল উপজেলার শিক্ষক মন্ডলী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।