কাজিপুর ( সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী পাইলট কিন্ডারগার্টেনে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র সিরাতুন্নবি (স) উপলক্ষ্যে শনিবার দুপুরে এই অনুষ্ঠানের আয়োজন করে যমুনা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ। অনুষ্ঠানে মোট ১৪ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন আজকের জনবানী পত্রিকার কাজিপুর প্রতিনিধি সাংবাদিক এনামুল হকের কন্যা প্রথম শ্রেণির শিক্ষার্থী উম্মে হানি।
পাইলট কিন্ডারগার্টেনের পরিচালক আব্দুল মালেক রুনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক ওমর ফারুক। এসময় সংগঠনের পক্ষে আরমান হোসেন, নজরুল ইসলাম, মাসুদ রহমান মাহমুদুল হাসান শুভ, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।