[১৫৩৮] উল্লাপাড়ায় মেয়র নজরুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাবেশ

S M Ashraful Azom
0

 : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন প্রচার সনাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উল্লাপাড়ায় মেয়র নজরুলের উদ্যোগে প্রধানমন্ত্রীর উন্নয়ন সমাবেশ



বৃহস্পতিবার রাত ৮ টার দিকে উল্লাপাড়া পৌর উম্মুক্ত মঞ্চে মেয়র এস এম নজরুল ইসলামের উদ্যোগে এই উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 


এতে উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ শফিউল আলম হেভেন এর সভাপতিত্বে নৌকা প্রতীকের ঐক্যবদ্ধ মঞ্চে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচার সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও উল্লাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা বীরমুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম শফি, অনুষ্ঠানের আয়োজক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ'লীগের মনোনয়ন প্রত্যাশী স্থানীয় পৌর মেয়র বিপ্লবী জননেতা এস এম নজরুল ইসলাম, আরেক মনোনয়ন প্রত্যাশী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জাহেদুল হক, আ'লীগ দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী সলপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সংগ্রামী জননেতা ইঞ্জিনিয়ার শওকাত ওসমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোখলেছুর রহমান ডাবলু, সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হাসান সন্টু,  উপজেলা আ'লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুজ্জামান অলক, সদর ইউনিয়ন আ'লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ স্বপন, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ তোফায়েল ইসলাম বকুল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।   


অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়ে ওঠা আজকের বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নে বাংলাদেশ এখন সারা বিশ্বে নজর কেড়েছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় দিন বদলের রূপকার শেখ হাসিনার সরকার বারবার দরকার। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের ধারা বাহিকতার বিকল্প নেই। তারা আরো বলেন সারা দেশে উন্নয়নের জোয়ারে ভাসছে। বিশ্বের উন্নত দেশের নেতারা বাংলাদেশের উন্নয়ন চিত্র নিয়ে তুলনা করছে বিভিন্ন দেশে। 


বক্তারা আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সৎ, নির্ভীক ও আদর্শবান নেতাদের পাশে থাকার অনুরোধ জানান তারা। এ সময় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে আবারও নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান উন্নয়ন সমাবেশের বক্তারা।


এ সময় মাদকমুক্ত স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উন্নয়ন সমাবেশে দেশের খ্যাতিমান শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top