জামালপুর সংবাদদাতা : জামালপুরের সরিষাবাড়িতে মুক্তিযোদ্ধা ও জনতার সমাবেশ ১৫ অক্টোবর বিকেলে রেলওয়ে ময়দানে অনুষ্ঠিত হয়। সরিষাবাড়ি আওয়ামী পরিবার এর আয়োজন করে।
সরিষাবাড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত আলি ফকির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক খোরশেদ আলম ভিপি সহ জেলার বিভিন্ন মুক্তিযোদ্ধাবৃন্দ।
সমাবেশে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে এবং তার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের রুখতে প্রয়োজনে আবারো একাত্তর সালের মত এক্যবদ্ধ হবার উপর গুরুত্বারোপ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।