বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে গৃহবধূ গোলাপফুল বেগম হত্যা মামলার প্রধান আসামী ও স্বামী ইয়াসিন আলী (৩৫) কে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৯ অক্টোবর) ভোর রাতে শেরপুর শহরের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ইয়াসিন আলী সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে থানা পুলিশ রোববার ভোরে শেরপুর জেলা সদরের একটি বাড়ি থেকে ইয়াসিন আলীকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াসিন আলী শেরপুর সদরের এক নিকট আত্মীয়ের বাড়িতে পলাতক ছিলেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, গ্রেপ্তারকৃত ইয়াসিন আলীকে রোববার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সাধুরপাড়া ইউনিয়নের নীলের চর গ্রামের স্বামী ইয়াসিন আলীর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় গৃহবধূ গোলাপফুল বেগমের (২২) মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।
এঘটনায় ওই গৃহবধূর ভাই বেলাল হোসেন বাদী হয়ে ৮ জনকে আসামী করে ১১ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।