লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : ইহুদি ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত বোমা হামলার প্রতিবাদে জামালপুরের ইসলামপুর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা উপজেলার পলবান্ধা ইউনিয়নে ০৬ নং ওয়ার্ড প্রতিবাদী সংগঠনের উদ্দ্যোগে ইসলামপুর সিরাজাবাদ সড়কে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে এসে একটি সংক্ষিপ্ত বক্তব্যর মাধ্যমে শেষ হয়।
এতে প্রতিবাদী কমিটির সভাপতি মোঃ সালাম মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আমজাত হোসেন,সহ সভাপতি মোঃ আবু বক্কর, সহ-সভাপতি মোঃ দুলু সেখ সহ ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর বোমা হামলা বন্ধের আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।