জামালপুরসংবাদদাতা : জামালপুরের মেলান্দহে গৃহবধূ আঙ্গুরী (৫০)'র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
গৃহবধূ হোসেন আলীর মেয়ে এবং আমেজ উদ্দিনের স্্ত্রী বলে জানা গেছে। ২ অক্টোবর সকাল ন'টার দিকে নয়ানগর ইউনিয়নের ৫ নং চর গ্রাম থেকে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গত রাতে স্থানীয়ভাবে পুস্প মালা জারীগানের আসরে যাওয়া না যাওয়াকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়।
স্বামী ভোরে গানের আসর থেকে ফিরে এসে ভিতর থেকে ঘরের দরজা বন্ধ পায়। দরজা ভেঙে ঘরে প্রবেশ করে স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখে চিতকার দিলে প্রতিবেশিরা এগিয়ে আসে।
ওসি তদন্ত কবির হোসেন জানান, মৃত্যুর কারণ জানতে পরদিন সকালে মেলান্দহ থানা পুলিশ মৃতদেহ উদ্ধার শেষে মর্গে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।