[১৫৪০] রৌমারীতে প্রয়াত মিজানুর রহমান স্বরণে শোকসভা

S M Ashraful Azom
0

 : ’আমাদের সংঘের যতো আয়োজন, সেখানে  তোমার ছিলো বড় আয়োজন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাব, প্রয়়াস নাট্য সংঘ, জাগরণ সাহিত্য পরিষদের আয়োজনে, জাগরণ সাহিত্য পরিষদের সহ-সভাপতি ও রৌমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রয়াত মিজানুর রহমান বিএসসি স্যারের স্মৃতিচারণ ও শোকসভায় বীর মুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম এর সভাপতিত্বে রৌমারী সরকারী কলেজের মিলনায়তনে শুক্রবার সকাল ১০ টায় অনুষ্টিত হয়।

রৌমারীতে প্রয়াত মিজানুর রহমান স্বরণে শোকসভা



প্রয়াত মিজানুর রহমান বিএসসি'র কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন রৌমারী সরকারী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ হায়দার আলী, সহকারী অধ্যাপক আব্দুল কাইয়ুম, ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও রৌমারী সরকারী কলেজে প্রভাষক এম আর ফেরদৌস, প্রভাষক শহীদ রেজাউল কবির লেবু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, যাদুরচর মডেল কলেজের প্রভাষক ফরিদ উদ্দিন, মোহাম্মদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের সহকারি অধ্যাপক ও বিভাগীয় প্রধান মিজানুর রহমান মজনু ,সরকারি কলেজের প্রভাষক (অব:) আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক হারুন অর রশিদ তুহিন।

প্রয়াতের কর্মময় জীবনের স্মৃতিচারনে বক্তারা বলেন, প্রয়াত মিজানুর বিএসসি ছিলেন একজন আলোকিত মানুষ,সাদা মনের মানুষ, তিনি সব সময় সদালাপি হাস্যোজ্জ্বল ছিলেন।তিনি সংস্কৃতিমনা ছিলেন।শোকসভা শেষে মরহুম মিজানুর রহমান বিএসসি'র রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


উল্লেখ্য যে, মরহুম মিজানুর রহমান বিএসসি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ অক্টোবর  তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে মৃত্যু বরণ করেন। 

 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top