লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের দায়ে আটক চারজনকে মাদকদ্রব্য আইনে দোষী সাব্যস্ত করে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ অক্টোবর)সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিরাজুল ইসলাম সাজা দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- ইসলামপুর পৌর এলাকা পলবান্ধা গ্রামের ইসমাইল বেপারীর পুত্র আঞ্জেরুল ইসলাম(২৮) সওদাগরের ছেলে সোহেল মিয়া (১৯) কিংজাল্লা গ্রামের গনেশ বাশফোরের ছেলে অজয়(২২) ও নটারকান্দা গ্রামের খোকন মন্ডলের ছেলে রিপন (১৯) গ্রামের মৃত. সোলায়মান আলীর ছেলে কুরবান আলীকে (৩০।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের পরিদর্শক তারেক মাহমুদ ও উপ পরিদর্শক মোস্তাফিজুর রহমান ও জানান- গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর বেপারী পাড়া ও কিংজাল্লা এলাকায় অবিযান পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।