কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা দুপুরে (১৫ অক্টোবর) কাজিপুর থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন থানার ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) শ্যামল কুমার দত্ত।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসাবে কাজিপুর পূজা উদযাপন কমিটির সভাপতি উজ্জল কুমার ভৌমিক, হিন্দু বৌদ্ধ, খ্রিষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি পরিমল কুমার দরফদার, ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল, কামরুজ্জামান বিপ্লব বক্তব্য রাখেন ।
ওসি জানান, কাজিপুরে এবার মোট ১৮ টি মন্ডপে শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্ডপ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হবে। তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।