সেবা ডেস্ক : জামালপুরে সারাদেশের সাথে একযোগে প্রদর্শিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর চলচ্চিত্র 'মুজিব: একটি জাতির রূপকার'। শুক্রবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রটির প্রদর্শনী হয়।
এছাড়া আজ শনিবার হতে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি এবং সদর উপজেলার মির্জা অডিটোরিয়ামে ৭ দিন প্রতিদিন ২ বার (মর্নিং ও ইভিনিং শো) চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
'মুজিব: একটি জাতির রূপকার' চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়েছে। চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ।
জামালপুর জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলচ্চিত্রটি দেখার আগ্রহ প্রকাশ করেছেন। তারা বলছেন, চলচ্চিত্রটি আমাদের জাতির পিতার জীবন ও কর্ম সম্পর্কে জানতে সাহায্য করবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।