বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে গত দুই দিনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এনিয়ে ওই পরিবার ও তাদের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল ৮ টায় ধানুয়া কামালপুর ইউনিয়নের দক্ষিণ কামালপুর গ্রামে মাহিন হাসান (২) নামে এক শিশু পুকরের পানিতে ডুবে মৃত্যু হয়। শিশু মাহিন হাসান দক্ষিণ কামালপুর গ্রামের সুজন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান , শিশু মাহিন হাসান বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশের একটি পুকরে পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির লোকজন ওই পুকুরে ভাসমান মরদেহ দেখতে পায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।
ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি পানিতে ডুবে শিশুর মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, বাড়ির লোকজনের অগোচরে পানিতে ডুবে মারা যায়। এবিষয়ে কোন অভিযোগ না থাকায় শিশুটিকে দাফনের জন্য বলা হয়েছে। তবে এঘটনায় একটি অপমৃত্যু মামলা রুজু হবে।
এর আগে সোমবার ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মরিয়ম আক্তার (৫) নামে এক শিশুর মৃত্যু হয়।
মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এঘটনা ঘটে। মরিয়ম আক্তার মেরুরচর উত্তর পাড়া গ্রামের বাবুল মিয়ার মেয়ে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।