শফিকুল ইসলাম : রৌমারী উপজেলায় স্ববল প্রকল্পের কৃষিপণ্য উৎপাদন অ্যাসোসিয়েশন এর নির্বাচন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘমারাসহ পৃথক পৃথক গ্রামে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, প্রিজাইডিং অফিসার ছিলেন উপ-সহকারী কৃষি কমকতা আমিনুল ইসলাম, এনজিও প্রতিনিধি মুনীর হোসেন, স্ববল প্রকল্পের কো-অডিনেটর তুহিন মিয়া।
ইউরোপীয় ইউনিয়ন (ই-ইউ) এবং ট্রেইডক্রাফ্ট এক্সচেঞ্জ (টিএক্স) এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও স্ববল প্রকল্পের মাধ্যমে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ৩ ইউনিয়নে ৩৯ টি দল ও গাইবান্দাসহ মোট নয় হাজার প্রান্তিক কৃষকদের সরকারি ও বেসরকারি সেবা প্রাপ্তি, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও তাদের জীবনমান উন্নয়নে কাজ শুরু করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।