শফিকুল ইসলাম : রৌমারী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ইংলিশ ল্যাঙগুয়েজ ক্লাবের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে রৌমারী মহিলা কলেজের সহকারি অধ্যাপক এমএ ছামাদ খাঁন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন ইংলিশ ল্যাঙগুয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিক্ষক নাজমুল হক, এসএম মোমেন, রেজাউদদ্দৌলা রাসেল, সাংবাদিক এসএম সাদিক হোসেন, ফারুক হোসেন, শিক্ষক তুহিন, হারুনঅর রশিদ প্রমুখ। আলোচনা শেষে বড়/ছোট দু’ গ্রæপের বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
প্রথম বড় গ্রæপে পক্ষে বি-পক্ষের বিতর্কের বিষয় ছিল ভিলেজ লাইফ ইজ বেটার দেন আরবান লাইফ। দ্বিতীয় ছোট গ্রæপে বিতর্কের বিষয় ছিল মেনি স্টুডেন্টন্স ড্রোপ আউট টু অনলি মোবাইল এডিকশন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা এমআর ফেরদৌস। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।