[১৫৫৯] বকশীগঞ্জে বিএনপির ৭ নেতা কর্মী আটক

S M Ashraful Azom
0

: রাজধানী ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে ফেরার পথে বকশীগঞ্জের ৭ নেতা কর্মীকে আটক করেছে থানা পুলিশ।

বকশীগঞ্জে বিএনপির ৭ নেতা কর্মী আটক



শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে ও রোববার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন বকশীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ইউসুফ, সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামের নজরুল ইসলামের ছেলে ওয়াজকুরুনী, শওকত আলীর ছেলে ইউসুফ আলী, সাইদুর রহমানের ছেলে হুমায়ুন কবির, বগারচর ইউনিয়নের সারমারা গ্রামের রবিজল মিয়ার ছেলে লিচু মিয়া, ওমর আলীর ছেলে মোহাম্মদ রওশন আলী ও একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম। 

বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা জানান, আটককৃতরা ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে একটি রাজনৈতিক দলের সমাবেশে সক্রিয়ভাবে অংশ গ্রহণ শেষে এলাকায় ফেরার পথে বিভিন্ন আলামত ও তথ্য উপাত্তের ভিত্তিতে তাদের আটক করা হয়। 

জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামানের দিক নিদের্শনায় বকশীগঞ্জ থানায় পূর্বের দায়েরকৃত নাশকতায় মামলার আসামী হিসেবে তাদের আটক করা হয়।

রোববার (২৯ অক্টোবর) বিকালে আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  


মির্জা ফখরুল কেন গ্রেফতার করা হলো? জানতে নিচের ভিডিও দেখুন...


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top