কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : মশা তাড়াতে গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে ঘরে আগুন লেগে এক কৃষকের পুড়ে গেছে দুইটি গরু ও পাঁচটি ছাগল।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম হবিবার রহমান। তিনি কাজিপুরের সীমানাঘেষা মহিষামুড়া গ্রামের সেকান্দার আলীর পুত্র। গত বৃহস্পতিবার রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
কৃষক হবিবার রহমান জানান, ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরতেই দেখি আমার গোয়াল ঘরে আগুন লেগেছে। কিছু বুঝে ওঠার আগেই গোয়ালের দুইটি গরু ও পাঁচটি ছাগল পুড়ে গেছে।
চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে আগুন নেভায়।পশুগুলোর বাজার ম‚ল্য প্রায় সাড়ে চারলক্ষ টাকা বলে জানান তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।