বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বকশীগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের জানকিপুর তালুকপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকাল ৫ টায় ওই দুই শিশু মারা যান।
স্থানীয় সূত্র জানায়, তালুকপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে মাহিন হাসান (১০) ও খোকা মিয়ার ছেলে সাইয়ুম হোসেন (৮) বিকালে স্থানীয় একটি পুকুরে গোসল করতে যায়।
গোসল করার এক পর্যায়ে দুজনই পানিতে ডুবে যায়। বিকাল ৫ টার দিকে দুজনের মরদেহ পানিতে ভেসে উঠে। শিশু মাহিন হাসান ও সাইয়ুম হোসেন তারা পরস্পরের চাচাত জেঠাতো ভাই। দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।