মোঃ মোস্তাইন বিল্লাহ, দেওয়ানগঞ্জ প্রতিনিধি : জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
রবিবার ৩ টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হাতীবাঙ্গা ইউনিয়নের সবুজপুর এলাকার জিঞ্জিরাম নদী থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত আমিনুল ইসলাম (২২) ৪ নং হাতীবাঙ্গা ইউনিয়নের সবুজপুর গ্রামের মো. স্বাধীন মিয়ার ছেলে।
জামালপুর ফায়ার সার্ভিসের এ এস আই সানোয়ার হোসেন জানান,প্রবাসী আমিনুল ইসলাম ও তার ২ সহপাঠিকে নিয়ে দুপুরের পর নদীতে মাছ ধরতে যান।
মাছ ধরা শেষে তারা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে নিখোঁজ হন।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ঘন্টা প্রচেষ্টায় স্বাধীন মিয়ার ছেলে আমিনুল ইসলামের মরদেহ উদ্ধার করে। তিনি আরো জানান, উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।