উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : মাধ্যমিক পর্যায়ের স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫০তম জাতীয় গ্রীম্মকালীন ফুটবল প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে উল্লাপাড়ার এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ।
শনিবার সকালে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস এই ফাইনাল ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে। টানা চতুর্থবারের মতো জেলা পর্যায়ে এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো।
এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সিরাজুল ইসলাম জানান, ৫০তম জাতীয় স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক ফাইনাল প্রতিযোগিতায় জেলা পর্যায়ে বালিকা ফুটবল টিম উল্লাপাড়া উপজেলা- তাড়াশ উপজেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। টানা চতুর্থবারের মতো তারা জেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। বিজয়ী হয়ে এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের বালিকা ফুটবল টিম রাজশাহী বিভাগীয় পর্যায়ে খেলার জন্য প্রস্তুুতি গ্রহন করছে। আশা করি তারা বিভাগীয় পর্যায়ে বিজয়ী হয়ে জাতীয় পর্যায়েও খেলতে পারবে।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, উল্লাপাড়ার এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজের বালিকা ফুটবল টিম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব যেন তারা জাতীয় পর্যায়ে ধরে রাখতে পারে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।