জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে মাদ্রাসার শিক্ষক-ছাত্রদের সাথে মদ-জুয়া, নারী নির্যাতন, বাল্যবিয়ে, সন্ত্রাস-জঙ্গীবাদ বিরোধী মত বিনিময় সভা ১২ সেপ্টেম্বর বিকেল ৩টায় জামেয়া হুছাইনিয়া আরাবিয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হয়।
মেলান্দহ থানা এর আয়োজন করে। নবাগত পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হুছাইনিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ মুফতি শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, মাদারগঞ্জ সার্কেল এসপি সজল কুমার বিশ^াস, মেয়র আলহাজ শফিক জাহেদী রবিন, হাজী দিদার পাশা সাবেক মেয়র, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো: জিন্নাহ এবং বায়তুন্নুর জামে মসজিদের খতিব মুফতি ইকরামুল্লাহ প্রমুখ।
সভায় আইনশৃংখলাসহ সার্বিক পরিস্থিতির উন্নতি ছাড়াও দেশ-জাতির মঙ্গলে বিশেষ মোনাজাত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।