নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আবাসিক এলাকার দুই কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বেকারির জরিমানা এবং দই কারখানার মালিককে কড়াভাবে সতর্ক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কুরশিয়া আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম উপজেলার কুন্দারহাটের আইলপুনিয়া মানুষমারি এলাকার বেবি ফুড বেকারির কারখানাতে অভিযান চালায়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরি করার অপরাধে ওই বেকারির ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে পৌর সদরের কলেজপাড়া আবাসিক এলাকার আরব আলী দই কারখানায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানের মালিককে কড়াভাবে সতর্ক করা হয়েছে। এসময় বিচারকের সঙ্গে ছিলেন নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক তরিকুল ইসলাম।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।