নোয়াখালী প্রতিনিধি : বাঙ্গালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষ্যে এবং সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে দুই সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা সদরের সোনাপুর বাসস্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে বেগমগঞ্জ গাবুয়া বাজার হয়ে জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিহাব উদ্দিন শাহিন সদর-সুবর্ণচরের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, আমাদের মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙ্গালির সমৃদ্ধির পথে এগিয়ে চলার বাতিঘর হিসেবে দেশ এবং দেশের জনগনকে আলো দিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধু কন্যার হাতে বাংলাদেশ দেশ নিরাপদ আশ্রয়ে এগিয়ে যাচ্ছে। দেশের ইতিহাসে ত্বরান্বিত হয়ে বড় বড় মেগা প্রকল্প। এখনো বৃহৎ অনেক প্রকল্পের কাজ চলমান রয়েছে। চলমান বৃহৎ উন্নয়ন অব্যহত রাখতে আগামী নির্বাচনেও নৌকায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতায় অআনতে হবে। সেই লক্ষ্যে নেতাকর্মীদের এখন থেকে জনগনের কাছে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরতে আহব্বান করেন তিনি।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন বাবলু, মিজানুর রহমান শিপন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইবনে ওয়াজিদ ইমন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. হাফিজ উল্যাহ চৌধুরী রবিসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।