নোয়াখালী প্রতিনিধি : সাবেক উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের ছোট ছেলে আমান মমতাজ মওদুদের অষ্টম মৃত্যু বার্ষিকী আজ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষ্যে তার কবরে ফুলেল শ্রদ্ধা জানান স্বজনেরা। জিয়ারতের পর করা হয় দোয়া ও মাগফেরাত।
মৃত্যুকালে তার বয়স ছিলো ৩৯ বছর। ১৯৭৬ সালের ১০ ই নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়ার পথে ভোর সাড়ে ৪টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে মারা যায়। তিন ভাই বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়, বড় ভাই আসিফ মওদুদ ১৯৭৩ সালের ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ১৯৮০ সালের ৩০ শে মার্চ ৭ বছর বয়সে মৃত্যু বরণ করেন। দুই ভাইকে ফরিদপুরে নানা পল্লী কবি জসীম উদদীনের কবরের পাশে সমায়িত করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।