বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের কাঁচা বাজারের সার্বিক পরিস্থিতি দেখতে যান ইউএনও।
এসময় তিনি সবজির বাজার, পেঁয়াজ ব্যবসায়ী ও ডিমের আড়তে অভিযান চালান। অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে চেয়ে দাম বেশি রাখা ও মূল্য তালিকা না রাখায় একজন ডিম ব্যবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দুধের বিশুদ্ধতা পরীক্ষা ও ভেজাল দুধ বিক্রি রোধে বিক্রেতাদের সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাত জানান, উপজেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে। কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থীতিশীল করতে চায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।