লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর থানার অফিসার্স ইনচার্জ মাজেদুর রহমানের বদলী জনিত বিদায় ও নবাগত কর্মকর্তা সুমন তালুকদারের বরণ অনুষ্ঠান হয়েছে।
উপজেলা প্রশাসন ও অফিসার্স ক্লাবের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। এ সময় স্মৃতিচারণ করে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামান আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সহকারি কমিশনার( ভূমি) আশরাফ আলী, অধ্যক্ষ জামাল আবু নাছের চৌধুরী চার্লেস,সদ্য বিদায়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজেদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।।
পরে ক্রেস্ট দিয়ে নবাগত অফিসার ইনচার্জকে বরণ ও বিদায় দেওয়া হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।