জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে জাতীয় হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টায় পৌরসভার বকুলতলা যুবসমাজ এর আয়োজন করে। বিআরডিবির চেয়ারম্যান-সমবায় ব্যাংকের পরিচালক মনিরুজ্জামান জুয়েল এতে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন-বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারি অধ্যাপক বুরহান উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-শ্রমিক নেতা আকবর হোসেন ইটালু মেম্বার, পৌরকাউন্সিলর গোলাম মোস্তফা, মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ্ জামাল এবং শ্রমিক নেতা হানিফুর রহমান সুজন প্রমুখ। উদ্ধোধনী খেলায় দাগি বিশু একাদশ ২নংচর আউয়াল একাদশকে ২-০ গোলে পরাজিত করে।
খেলা পরিচালনায় ছিলেন-জহুরুল ইসলাম, আমিন খান, সুজন ফারাজী, আব্দুল আলিম মিয়াজি এবং হৃদয় খান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।