[১৩০৯] কুড়িগ্রামে পাটের দামে কৃষকরা ক্ষুব্ধ

S M Ashraful Azom
0

 : কুড়িগ্রামে পাটের দাম কমে যাওয়ায় কৃষকরা ক্ষুব্ধ। এবছর ফলন ভালো হয়েছে, কিন্তু দামে খুশি নন তারা। মৌসুমের শুরুতে দাম ভালো পেলেও বর্তমান বাজারের পাটের দাম অনেক কমেছে।

কুড়িগ্রামে পাটের দামে কৃষকরা ক্ষুব্ধ



সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর হাটে বসেছে পাটের বাজার। সপ্তাহে দুদিন বসে এ হাট। দুর দূরান্ত থেকে নৌকা, সাইকেল,ঘোড়ার গাড়ি করে পাট বিক্রি করতে এসেছে চাষিরা।


চাষিরা জানান, গত হাটের চেয়ে পাটের দাম প্রতি মণে কমেছে ৩০০-৪০০ টাকা। পরিবহন খরচ আর আবাদের খরচ মিলিয়ে তাদের লাভের অঙ্ক প্রায় শুণ্যের কোটায়।


কদমতলা গ্রামের মোঃ নুর ইসলাম বলেন, এক বিঘা জমিতে পাট আবাদ করে সার,পানি, কীটনাশক,আঁশ ছড়ানো মজুরি খরচসহ ১৪-১৫ হাজার টাকা ব্যয় হয়।বিঘায় পাট পাই ৮-১০ মন।মোট খরচ হিসেবে আমাদের কোন লাভই থাকে না। কষ্ট করে পাট চাষ করে কি লাভ?


আরেক কৃষক মোঃ হাসানুর বলেন,গত দু বছর ধরে পাটের দাম ভালো পাচ্ছি না। বৃষ্টি নাই,খড়া মৌসুমে পাট গাছের জমিতে বাড়তি পানি দিতে হয়।তাই খরচও বেশি হচ্ছে। সে তুলনায় তেমন লাভ নাই।


ভগবতীপুরের পাট ব্যবসায়ী আসলাম মিয়া বলেন,আমি গ্রাম ঘুরে ১৮০০ -১৯০০ টাকা  দিয়ে পাট গুলো কিনছিলাম। আজকে সেই কেনা দামেই বিক্রি করতে হলো। পরিবহন খরচ, কুলি খরচ, হাটের খাজনা হিসেব করলে লাভ থাকছেনা। গত হাটে এই পাটের দাম ২২'শ থেকে ২৩'শ টাকা ছিল।দিন যতই যাচ্ছে পাটের দাম ততই কমছে।


আরেক ক্ষুদ্র পাট ব্যবসায়ী জাহেদুল ইসলাম বলেন, গত হাটে পাটের দাম মণপ্রতি ২২শ থেকে ২৩শ টাকা ছিলো। আজকে সেই পাটের মণ সর্বোচ্চ ২০০০টাকা। দাম না বাড়লে লোকসান পড়বো।


কুড়িগ্রাম জেলা মুখ্য পাট পরিদর্শকের কার্যালয়ের পাট পরিদর্শক এটিএম খায়রুল হক বলেন,গত দুই সপ্তাহ আগে পাটের দাম ভালো ছিল।এখন পাটের দাম কমছে।কেননা অধিকাংশ ব্যবসায়ী কারখানায় পাট সরবরাহ করে পুরো পাওনা টাকা বুঝিয়ে পায় নাই। তাই ব্যবসায়ীদের হাতে টাকা নাই। ব্যবসায়ীরাও পাট কেনায় আগ্রহ কমিয়ে দিয়েছেন। 


শেয়ার করুন

সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top