শামীমুল ইসলাম তালুকদার : শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব এর সাথে মাধ্যমিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও মাস্টার ট্রেইনারদের মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সিলেট হবিগঞ্জ চুনারুঘাটে শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ২:৩০ মিনিটে চুনারুঘাট উপজেলার দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব,সিলেট অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কাজি মোঃআব্দুর রহমান বিপিএএ।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ, সভাপতিত্ব করেন চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কাওছার শোকরানা, আরো উপস্থিত ছিলেন বাহুবল উপজেলার একাডেমিক সুপারভাইজার সুহেল রানা।
উক্ত সভায় চুনারুঘাট এবং বাহুবল উপজেলার সকল প্রধান শিক্ষক এবং উপজেলা কারিকুলামের মাষ্টার ট্রেইনারগণ উপস্থিত ছিলেন।
যুগ্নসচিব কাজি মোঃআব্দুর রহমান বিপিএএ প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ বির্নিমানে শিক্ষাথীদের যোগতা সম্পন্ন হিসাবে গড়ে তুলতে হবে এ জন্য প্রথমে শিক্ষকদের ফিলোসফি পরিবর্তন করে কারিকুলাম বিশ্বাস করে বাস্তাবয়নে সচেষ্ট হতে হবে।।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।