জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ২৪ গবেষক শিক্ষদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।
এ উপলক্ষ্যে ২০ সেপ্টেম্বর দুপুরে ভিসির সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে। গবেষণা শেলের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
ভিসি-আন্তর্জাতিক বিজ্ঞানি ড. কামরুল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবেষকদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন।
রেজিস্টার ড. ফারুক হোসেন, ট্রেজারার ড. আবদুল মান্নান, প্রক্টর ড. ইউসুফ আলী, গবেষণা শেলের সহকারি পরিচালক রুনা আক্তার যুথী প্রমুখ ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।