ঘাটাইল (টাঙ্গাবইল) প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।